ঈশ্বরগঞ্জে অষ্টমী স্নান করতে এসে পূণ্যার্থীর মৃত্যু

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের লাঠিয়ামারি এলাকায় ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান করতে এসে রাম লাল চন্দ্র দে (৬৫) নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে নদের ঘাটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার এসআই সামিউল ইসলাম। রাম লাল চন্দ্র দে উপজেলার জাটিয়া ইউনিয়নের কাহেদ গ্রামের রাজ কুমার চন্দ্র দের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টায় রামলাল পরিবারের সদস্যদের নিয়ে ব্রহ্মপুত্রের নদে স্নান করতে আসেন। স্নান শেষে নদ থেকে সকাল ১০টার দিকে পাড়ে উঠার সময় হঠ্যাৎ মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনা স্থলেই মারা যান।
নিহত রাম লালের ছেলে স্বপ্নীল চন্দ্র দে জানান, বাবা আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। স্নান করতে এসে মৃত্যু বরণ করেছেন।
রাম লালের মৃত্যু সংবাদ পেয়ে উপজেলা বিএনপির আহবায়ক লুঃফুল্লাহহেল মাজেদ বাবু, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি দলীয় নেতকর্মীসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, স্নান করতে আসা রাম লালের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ধারণা করা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
(এন/এসপি/এপ্রিল ০৫, ২০২৫)