দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর পৌরসভার মুন্সিবাজার এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে রড সিমেন্ট ব্যবসায়ী দুইভাই রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাসকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাস কাফুরা গ্রামের গয়নাথ বিশ্বাসের ছেলে।

পূর্ব শত্রুতার জের ধরে রড সিমেন্ট ব্যবসায়ী রঞ্জিত বিশ্বাসকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।

ফরিদপুরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আসাদ উজ্জামান জানান, গতকাল শুক্রবার রাতে গেরদা ইউনিয়নের সাহেব বাড়ি থেকে সামাজিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে দুই মোটরসাইকেলে থাকা চারজন ব্যক্তি রঞ্জিত বিশ্বাস নামে এক ব্যবসায়ীকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। এ সময় রঞ্জিত বিশ্বাসের সঙ্গে থাকা তার সহোদর লিটন বিশ্বাসও আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে রঞ্জিত বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনা অনুসন্ধানে কাজ করছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আহত রঞ্জিত বিশ্বাসের ভাই লিটন বিশ্বাস জানান, বড় ভাই গেরদা সাহেব বাড়ির পাশে দাওয়াত খেতে গিয়েছিলেন। রাত বেশি হওয়ায় কোনো গাড়ী না পাওয়ায় আমাকে নিয়ে যেতে বলেন। ওই বাড়ি থেকে বড় ভাইকে মোটরসাইকেলে নিয়ে আসার পথে তিন থেকে চারজন ব্যক্তি দুইটি মোটরসাইকেল থেকে গুলি ছুড়েন। পরে আমরা রাস্তায় পড়ে গেলে তারা এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান।

(একে/এসপি/এপ্রিল ০৫, ২০২৫)