রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মাছ ধরাকে কেন্দ্র করে সহোদর চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে মোশাররফ হোসেন নামের এক ভাই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বড় ভাই আলী হোসেন। 

আজ শনিবার বেলা এগারটার দিকে সাতক্ষীরার কলারোয়ার বোয়ালিয়া গ্রামের শেখ পাড়ায় এঘটনা ঘটে। আহত আলী হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোহরাব হোসেন ও আশরাফ হোসেনকে আটক করেছে।

নিহত মোশাররফ হোসেন বোয়ালিয়া শেখ পাড়ার মৃত ফজর আলীর মেঝ ছেলে।

কেড়াগাছি ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, শেখ পাড়ার পাশের নৌখালের মধ্যে কোমর দিয়েই শনিবার বেলা এগারটার দিকে মোশাররফ হোসেন ও সোহরাব হোসেন মাছ ধরছিলেন। কিছুক্ষণের মধ্যে মোশাররফ হোসেন বড় একটি মৃগেল মাছ পান। এসময় সোহরাব হোসেন তার পাশ থেকে মাছ ধরা হয়েছে বলে সেই মাছ দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও মাছ কেড়ে নেওয়া নিয়ে ধস্তাধস্তি হয়। খবর পেয়ে তাদের অপর দু’ভাই আলী হোসেন ও আশারাফ হোসেন ঘটনাস্থলে যান। ৪ ভাইয়ের তুমুল মারামারির সময় সোহবার হোসেন তার কাছে থাকা ছুরি দিয়ে মোশাররফ হোসেন ও আলী হোসেনকে আঘাত করেন। এতে ছুরিকাঘাত হয়ে দু’ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার উদ্দেশ্যে নিয়ে আসার পথে মোশররফ হোসেন মারা যান।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে সোহবার হোসেন ও আশারাফ হোসেনকে আটক করেছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

(আরকে/এসপি/এপ্রিল ০৫, ২০২৫)