মেঘনা থেকে ১২ লাখ টাকার অবৈধ জাল জব্দ

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : মেঘনা ও কালাবদর নদীর জেলার হিজলা উপজেলার মিলনস্থলে (মোহনা) আজ শনিবার বেলা বারোটার দিকে অভিযান চালিয়ে নদীতে পাতা অবস্থায় বিপুল পরিমান জাটকা ধরার অবৈধ পাইজাল উদ্ধার করা হয়েছে।
মৎস্য অধিদপ্তর হিজলা ও মেহেন্দীগঞ্জ এবং কোস্টগার্ড হিজলার যৌথ অভিযানে জব্দকৃত প্রায় ১২ লাখ টাকা মূল্যের অবৈধ জাল ওইদিন দুপুরে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম।
(টিবি/এসপি/এপ্রিল ০৫, ২০২৫)