বরিশালে সেন্টুকে মনোনায়নের দাবিতে বিভাগীয় কৃষকদলের সংবাদ সম্মেলন

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে কৃষকদলের কেন্দ্রীয় সহ-সম্পাদক লায়ন আক্তার সেন্টুকে মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিভাগীয় কৃষকদলের নেতৃবৃন্দরা।
বরিশার প্রেসক্লাব মিলনায়তনে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কৃষকদলের কেন্দ্রীয় সহ-সম্পাদক লায়ন আক্তার সেন্টুর নেতৃত্বে বরিশাল বিভাগীয় কৃষকদল আজ ঐক্যবদ্ধ। বিগত আন্দোলন সংগ্রামে লায়ন সেন্টুর নেতৃত্বে সকল বিভাগ, জেলা ও উপজেলায় কৃষকদলের নেতৃবৃন্দরা ত্যাগ শিকার করেছেন। তাই কৃষকদলের পক্ষ থেকে বরিশাল-২ আসনে লায়ন আক্তার সেন্টুকে মনোনয়ন দেওয়ার জন্য নেতৃবৃন্দরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোর দাবি জানিয়েছেন।
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কৃষকদলের বরগুনা জেলার সভাপতি মাসুদুর রহমান মানসুর, পিরোজপুর জেলার সভাপতি নাছির আহমেদ বাচ্চু, পটুয়াখালীর আহবায়ক মনিরুজ্জান টিটু, ভোলা জেলার সভাপতি আব্দুর রহমান সেন্টু, ঝালকাঠি জেলার সভাপতি তদবির হোসেন জসীম বক্তব্য রাখেন।
(টিবি/এসপি/এপ্রিল ০৫, ২০২৫)