স্পোর্টস ডেস্ক : কোচের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে আগামীকাল নারী ফুটবলারদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে বাফুফে সভাপতির। সেখানে থাকার কথা ছিল সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানের। কিন্তু তার আগেই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

হাসপাতালের সিসিইউ (করোনারি কেয়ার ইউনিটে) রাখা হয়েছে তাকে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক।

সংবাদ মাধ্যমকে তিনি বলেন, স্যারের বুকে ব্যথা অনুভব করায় দ্রুত তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন। এবং তিনি সিসিইউতে আছেন। তার জন্য সবাই প্রার্থনা করবেন।

কয়েকদিন আগে ডিপিএলের ম্যাচে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে তামিম বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন তিনি। তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে আবারও বিকেএসপিতে ফিরে আসেন এই ক্রিকেটার।

এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়। দলের (মোহামেডান স্পোর্টিং ক্লাব) ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে।

২২ মিনিট ধরে সিপিআর এবং ৩ বার ডিসি শক দেয়ার পর তামিমকে রিং পরানোর সুযোগ পাওয়া যায়। তবে অনেক প্রচেষ্টায় সেই অপারেশন সফল হয়েছে। বর্তমানে তিনি বাড়িতে ডাক্তারদের পর্যাবেক্ষণে রয়েছে।

(ওএস/এসপি/এপ্রিল ০৫, ২০২৫)