কাপাসিয়ায় অষ্টমী স্নান অনুষ্ঠিত

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : প্রতি বছরের ন্যায় এবার ও গাজীপুরের কাপাসিয়া উপজেলা ঘিঘাট অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে। ভোর তিনটা থেকে অষ্টমী তিথি শুরু হয়ে বিকেল পাঁচ টা পযর্ন্ত তিথি সমাপ্তি হয়। ওই সময় গাজীপুর ছাড়া ও আশপাশের জেলা নরসিংদী কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা সদরের প্রত্যন্ত গ্রামের পূর্ণাথীরা শীতলক্ষ্যা, বানার ও ব্রম্মপুত্র নদের মহনায় স্নান সমপ্ন করেন।সকাল থেকে নরনারী পূর্নাথীদের প্রচন্ড ভীর অপেক্ষা করে আগতরা স্নান সমপ্ন করেন। স্নান উৎযাপন কমিটি, গীতা পাঠ, লীলা সংর্কীতনের আয়োজন করেন। রাতে শত শত ভক্তরা অনুষ্ঠান উপভোগ করেন। আইন শৃংখলা বাহিনী পুলিশ, আনছার,ওফায়ার সার্ভিসের সদস্যরা রাত দিন নিরাপত্তা বেষ্টনী ছিল চোখে পড়ার মত। এছাড়া কমিটি কতৃপক্ষ সেচ্ছাসেবীরা শান্তি শৃংখলার দায়িত্ব পালন করেন।
স্নান উপলক্ষে বিশাল মেলার আয়োজন করা হয়, মেলায় তৈরী পোষাক, জিলাপি, দই মিস্টি সহ নানান রকমারী মেলার সৌন্দর্য বৃদ্দি পায়। স্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান।
স্নান কমিটির সভাপতি বাবু রবীন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে ও কমিটির উপদেষ্টা বাবু ঠাকুরদাস বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, সনমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তৌহিদুর রহমান তপন প্রমুখ।
(এসকেডি/এসপি/এপ্রিল ০৫, ২০২৫)