ফুলপুরে টিকটক কেড়ে নিল শিশুর জীবন

শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ হারালো সৌরভ ক্ষত্রিয় নামে ৬ বছরের এক শিশু।
জানা যায়, গত শনিবার সকালে বাড়ির পাশে একটি পরিত্যাক্ত জলাশয়ে ভিডিও বানাতে গিয়ে পায়ে মারাত্নক আঘাত পায় শিশু সৌরভ। এতে সে ভীষণ রক্তাক্ত হয়। পরে চিকিৎসার জন্য স্থানীয়রা তাকে ফুলপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসে সৌরভ। গত বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ময়মনসিংহের এসকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
স্থানীয়রা জানান, সৌরভ তার বন্ধুদের নিয়ে চেলেঞ্জিং টিকটিক ভিডিও বানাত। মূলত টিকটকে ভাইরাল হবার আসক্তিতেই শিশু সৌরভের প্রাণ গেল। নিহত সৌরভ ক্ষত্রিয় উপজেলার পাতিলগাঁও গ্রামের জুটন ক্ষত্রিয়ের ছেলে। সে পাতিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ছিল।
(এসআই/এসপি/এপ্রিল ০৫, ২০২৫)