সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : খুলনা-মোংলা মহাসড়কের জাবুসা চৌরাস্তা মোড় মটর সাইকেল দুর্ঘটনায় মাহাতী মোড়ল (১৭) নামের এক এসএসসি পরিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় ওমর ফারুক (১৬) ও হাসান আলী (১৭) নামের আরো দু’জন গুরুত্বর আহত হয়েছে। আহতদের খুলনা গাজী মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত মাহাতী মোড়ল পিলজংগ ইউনিয়নের বৈলতলী গ্রামের ব্যবসায়ী শফিকুল ইসলামের ছেলে। 

কাটাখালী হাইওয়ে পুলিশ জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈলতলী গ্রামের মাহাতী মোড়ল, বাওেগরহাটের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামের ওমর ফারুক ও হাসান আলী তিনজনে মিলে একটি মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিল। তারা জাবুসা চৌরাস্তা মোড় গিয়ে মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন গুরুত্বর আহত হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হলে মাহাতী মোড়ল মরা যায়।

(এস/এসপি/এপ্রিল ০৪, ২০২৫)