বাগেরহাটে মোবাইল সিম বিক্রেতাকে গণধর্ষণ, ৩ ধর্ষক গ্রেফতার
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে মোবাইল অপারেটর রবি’র একজন যুবতী (২১) কর্মীকে সিম কেনার কথা বলে শহর থেকে ডেকে নিয়ে তাকে গণধর্ষণ ও গণধর্ষণের ওই ভিডিও ধারণ করেছে ৩ ধর্ষক।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের সিএন্ডবি বাজারের কাছে জৌখালী ব্রিজের নিচে এই গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার পর খবর পেয়ে বাগেরহাট থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে ৩ ধর্ষককে গ্রেফতার ও গণধর্ষণের ভিডিও ধারন করা মোবাইলও উদ্ধার করে।
গ্রেফতার ধর্ষকরা হলো, বাগেরহাট সদরের রাখালখাছি ইউনিয়নের করোরী গ্রামের পরিতোষ দাসের ছেলে সজীব দাস (১৯), কিংকর দাসের ছেলে লিখন দাস (২০) ও শেখ ইলিয়াস হোসেনের ছেলে শেখ নজরুল ইসরাম (৪০)।
আজ শুক্রবার দুপুরে মোবাইল অপারেটর রবি’র ওই যুবতী কর্মীর ডাক্তারী পরিক্ষা বাগেরহাট ২৫০ বেড হাসপাতালে সম্পন্ন হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম আহসান এতথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারা গণধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। মোবাইল অপারেটর রবি’র ওই কর্মী তিন ধর্ষককেই শনাক্ত করেছে। রবি’র ওই কর্মী বাদী হয়ে তিন ধর্ষকের নামে বাগেরহাট সদর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। গ্রেফতারকৃতদের বিকালে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারের প্রেরণের নির্দেশ দেন।
(এস/এসপি/এপ্রিল ০৪, ২০২৫)