স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্সেনাল। প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ের এগিয়ে থাকার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করেছে গানাররা। সেমিফাইনালের লড়াইয়ের প্রথম লেগে আগামী বুধবার রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দিবে আর্সেনাল।

তবে এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে আর্সেনাল। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মৌসুমের বাকি সময়ের জন্য ছিটকে গেছেন দলের মূল ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালহেস।

মঙ্গলবার (১ এপ্রিল) ফুলহ্যামের বিপক্ষে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন গ্যাব্রিয়েল। পরে পরীক্ষা করে জানা যায় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন আর্সেনালের এই ডিফেন্ডার। যার কারণে অস্ত্রোপচার করাতে হবে তাকে।

এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে আর্সেনাল। অস্ত্রোপচারের পর আগামী মৌসুমে ফেরার লক্ষ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে তার। গ্যাব্রিয়েলের ইনজুরিতে কঠিন বিপদে পড়েছে দলটি। কারণ, চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারাতে হলে রক্ষণভাগকে বিশেষ অবদান রাখতে হবে।

কিন্তু গ্যাব্রিয়েল ছাড়াও দলের তিন ডিফেন্ডার আগে থেকেই চোটের কারণে বাইরে আছেন। তারা হচ্ছেন—রিকার্দো কালাফিওরি, বেন হোয়াইট ও তাকেহিরো তমিয়াসু। এছাড়াও ইনজুরিতে পড়ে মৌসুম শেষ হয়ে গেছে দলের দুই ফরোয়ার্ড জেসুস এবং হাভার্টজের।

দুঃসংবাদের মাঝেও স্বস্তিতে রয়েছে আর্সেনাল শিবিরে। প্রায় সাড়ে ৩ মাস পর ইনজুরিতে থেকে ফিরেছেন আর্সেনালের ইংলিশ উইঙ্গার বুকায়ো সাকা। মাঠে নেমেই গোলও পেয়েছেন এই ইংলিশ তারকা।

(ওএস/এসপি/এপ্রিল ০৪, ২০২৫)