ঈদযাত্রা নিরাপদে রাখতে মহাসড়কে অভিযান
.jpg)
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : ঈদের ছুটিতে আসা কর্মজীবিরা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। সেই কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নিরাপদে রাখতে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে হাইওয়ে থানা পুলিশের সহযোগিদায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গতি সীমা না মেনে গাড়ি চালানো ও গাড়ির সঠিক কাগজপত্র না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে কয়েকটি পরিবহনকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান বলেন, কর্মস্থলে ফেরা কর্মজীবিদের ঈদযাত্রা নিরাপদ রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেই ধারাবাহিকতায় দূরপাল্লার গাড়ির গতি যাচাইসহ গতি সীমা মেনে চলতে চালকদের উৎসাহিত করা হচ্ছে এবং সরকার নির্ধারিত ভাড়ার পরিবর্তে যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
(টিবি/এসপি/এপ্রিল ০৪, ২০২৫)