প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালীতে প্রাইভেট কারের ধাক্কায় সুজন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ বুধবার সকালের দিকে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুজন শেখ (২৫) রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের লিয়াকত শেখের ছেলে। সুজন শেখ পেশায় রাজমিস্ত্রীর হেল্পার।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রনতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা,বলেন সকাল ১১টার দিকে সুজন রতনদিয়া বাজার থেকে নিজ বাড়ি গঙ্গানন্দপুর ফিরছিলেন।গঙ্গানন্দপুর মোল্লাপাড়া ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সুজন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন সুজনকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজবাড়ী সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন গঙ্গানন্দপুর গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় সুজন শেখ নামে এক যুবক নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।
(একে/এসপি/এপ্রিল ০২, ২০২৫)