বৈরুতে এমিরেটসের দ্বিতীয় দৈনিক ফ্লাইট

বিশেষ প্রতিনিধি : বর্ধিত যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে ১ এপ্রিল ২০২৫ থেকে লেবাননের রাজধানী বৈরুতে দ্বিতীয় দৈনিক ফ্লাইট শুরু করেছে এমিরেটস এয়ারলাইন। বোয়িং ৭৭৭-৩০০ইআর এর সাহায্যে দ্বিতীয় ফ্লাইটটি পরিচালিত হচ্ছে, যার ফলে দুবাই ও বৈরুতের মাঝে প্রতি সপ্তাহে পাঁচ হাজারের অধিক যাত্রী ভ্রমণ করার সুযোগ পাবেন। ফ্লাইট বেছে নেবার ক্ষেত্রে অপশনও বৃদ্ধি পাবে। এমিরেটসের মিডিয়া উইং এক প্রেসবিজ্ঞপ্তিতে বৈরুতে দ্বিতীয় দৈনিক ফ্লাইট চলাচলের খবর জানিয়েছে।
বৈরুত থেকে এই ফ্লাইটে ভ্রমণকারী যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের অন্যান্য জনপ্রিয় গন্তব্য যেমন সিডনী, মেলবোর্ন, মন্ট্রিয়েল, টরন্টো, নিউইয়র্ক, কুয়ালালামপুর, ব্যাংকক, মরিশাসসহ এশিয়া ও ভারত মহাসাগরীয় বিভিন্ন গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাবেন।
এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। লেবানন থেকে বা লেবাননে ভ্রমণকারী বাংলাদেশীরা ভায়া দুবাই সুবিধাজনক সংযোগ উপভোগ করছেন।
(এসকেকে/এসপি/এপ্রিল ০২, ২০২৫)