তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মহাসড়ক থেকে উদ্ধারকৃত আহত অজ্ঞাত বৃদ্ধ (৬০) হাসপাতালে মারা গেলেন। হাইওয়ে পুলিশ ধারণা করছে আজ বুধবার খুব সকালে ওই বৃদ্ধকে অজ্ঞাত গাড়ি চাপা দিলে তিনি মারাত্মক আহত হন। এদিন সকাল দশটায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এএসআই মিজানুর রহমান জানান, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া নামক স্থানে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় ওই বৃদ্ধকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ধারনা করা হচ্ছে সকালে কোন এক সময় এই বৃদ্ধকে গাড়ী ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়ে মহাসড়কের পাশে পড়ে থাকে। তবে এ রির্পোট লেখা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি।

(টিবি/এসপি/এপ্রিল ০২, ২০২৫)