আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদের দিনে সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সকাল আটটায় উজেলা কেন্দ্রীয় ঈদ গাঁ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল ঈদ গাঁ ময়দানে ঈদের বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয়েছে। সেখানে ঈদের নামাজ আদায় করেন বরিশাল-১ আসনের বিএনপি মনেনীত সাবেক প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ছাড়াও স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত শেষে পরস্পরের সঙ্গে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লীরা। এছাড়াও উপজেলা মডেল মসজিদসহ শতাধিক স্থানে উৎসবমূখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

(টিবি/এসপি/এপ্রিল ০২, ২০২৫)