তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ কলেজ ছাত্র আঃ করিম মুন্সির (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওই কলেজ ছাত্র গোপালগঞ্জ সদর উপজেলার সুলতালশাহী গ্রামের হাফিজুর মুন্সীর ছেলে। তিনি ঢাকার মীরপুরের ঢাকা মডেল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অর্নাস প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

গোপালগঞ্জ সদর ফায়ার সার্ভিস-এর লিডার নাজমুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে পরিবার পরিজনের সাথে ঈদ করতে আসেন আঃ করিম। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে নৌকায় করে ৪ বন্ধু বাড়ির পাশ্ববর্তী তালা-কেকানিয়া খেয়াঘাট এলাকায় মধুমতি নদীতে ঝাকি জাল দিয়ে মাছ শিকার করতে যায়। এক পর্যায়ে জালে জড়িয়ে করিম মুন্সী নদীর পানিতে পড়ে তলিয়ে যায়।

ওই কর্মকর্তা আরো বলেন, প্রথমে এলাকাবাসী ও পরে মাদরীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল তাকে উদ্ধারে নদীতে অভিযান শুরু করে। নিখোঁজের সাড়ে ৪ ঘন্টা পর ডুবুরী দল সন্ধ্যা ৬ টার দিকে ওই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে। পরে রাতে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

(টিবি/এসপি/এপ্রিল ০২, ২০২৫)