টাকা লুট করে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

একে আজাদ, রাজবাড়ী : সালমা বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সালমা রাজবাড়ী সদরের বরাট ইউনিয়নের হাউলি গ্রামের সৌদি প্রবাসী আজাদ মল্লিকের স্ত্রী। তিনি ২ সন্তানের মা।
নিহত সালমার শাশুড়ি লতা বেগম জানান, ঈদের দিন রাতের খাবার খেয়ে দুই সন্তান সাদিক ও সিনহাকে সঙ্গে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন সালমা। সকাল ৬টার দিকে ঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখে তিনি খুলে দেন। এরপর ঘরে ঢুকে সালমার মরদেহ খাটের ওপর দেখতে পেয়ে চিৎকার দেন তিনি। এ সময় ওই ঘরে থাকা তার ৮ বছরের নাতনি সাদিক তাকে জানান ৩ জন লোক তার মাকে মেরে ফেলেছে।
তিনি আরও জানান, ঈদের আগে তার ছেলে এক লক্ষ টাকার উপরে পাঠিয়েছে। তার পুত্রবধূ সালমাকে হত্যার পর সেই টাকাও নিয়ে গেছে হত্যাকারীরা।
সালমা বেগমের বাবা সালাম শেখ অভিযোগ করেন, ‘ওই পরিবারের লোকজনই আমার মেয়েকে হত্যা করেছে। আমি এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও তাদের ফাঁসি চাই।’
এ ঘটনায় বরাট ইউনিয়নের গ্রাম পুলিশ শাজাহান জানান, খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে দেখলাম সালমার মরদেহ ঘর থেকে নিচে নামাচ্ছে শ্বশুড়বাড়ির লোকজন। এরপর তিনি থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসেন।
রাজবাড়ী থানার ওসি মাহমুদুর রহমান জানান, মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এটা নিশ্চিত করে বলা যাবে না এটি হত্যা না আত্মহত্যা। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।
(টিবি/এসপি/এপ্রিল ০২, ২০২৫)