আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার খাজুরিয়া গ্রামে কয়েক দিনের ব্যবধানে ছয় থেকে সাত বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুর রহমান (৩৮) নামের এক যুবককে স্থানীয়রা গণধোলাই দিয়েছে। খবর পেয়ে পুলিশ আব্দুর রহমানকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে। গণধোলাইয়ের শিকার রহমান ওই গ্রামের কালাম মিয়ার ছেলে।

আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, আজ রবিবার সকাল এগারটার দিকে শিশুর পরিবারের সদস্যরা ও গ্রামবাসী ওই ব্যক্তিকে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, ভুক্তভোগি পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। এর আগে ধর্ষণের ঘটনা শিশুদের পরিবার কিংবা স্থানীয়রা কেউ পুলিশকে জানায়নি।

(টিবি/এসপি/মার্চ ৩০, ২০২৫)