মালিতে শিশুদের জন্য হাসপাতাল বানাচ্ছেন এনগোলো কঁতে
স্পোর্টস ডেস্ক : মাতৃভূমি মালিতে ৫ মিলিয়ন ডলার ব্যয়ে একটি আধুনিক হাসপাতাল তৈরি করেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার এনগোলো কঁতে। ইতালির ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছেন।
রোমানো জানান, হাসপাতালটি মূলত শিশুদের সুস্থতা ও দরিদ্র পরিবারের চিকিৎসাসেবার ওপর গুরুত্ব দেবে। কঁতে, যিনি লেস্টার সিটি ও চেলসির হয়ে সাফল্য পেয়েছেন, এখন সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে খেলছেন।
১৯৯১ সালে ফ্রান্সের প্যারিসে মালিয়ান অভিবাসী পরিবারে জন্ম নেওয়া কঁতে সবসময়ই নিজের শেকড়ের সঙ্গে যুক্ত থেকেছেন। তার নাম রাখা হয়েছিল মালির বিখ্যাত সম্রাট এনগোলো দিয়ারার নামে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে তিনি বরাবরই আন্তরিক।
কঁতে ফুটবলে অসাধারণ ক্যারিয়ার গড়েছেন—লেস্টার ও চেলসির হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন, চেলসির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
কঁতের এই উদ্যোগ ভক্তদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে তার উদারতার প্রতিচ্ছবি এবং ফুটবলের বাইরেও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
(ওএস/এসপি/মার্চ ৩০, ২০২৫)