প্রান্তিক জনগোষ্ঠির ২০০ পরিবার পেল ঈদ সামগ্রী

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারীর আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রন্তিক জনগোষ্ঠির ২ শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনের সহ সভাপতি রেজাউল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক খায়রুল বাকী শরীফ সহ কার্য নির্বাহী কমিটির সদস্যরা আজ রবিবার অসহায়, দুঃস্থ, দরিদ্র পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার সামগ্রীর প্যাকেট তুলে দেন।
ঈদ উপহার সামগ্রীর প্যাকেটে ছিলো পোলাওর চাল, সয়াবিন তেল, চিনি, স্টিক সেমাই, লাচ্ছা সেমাই ও মিল্ক পাউডার।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক নিরঞ্জন পাল, কার্যানির্বাহী কমিটির সদস্য আকমাল হোসেন হিরু, ইমরান হোসেন পলাশ, সাইফুল ইসলাম কায়েস, জহিরুল, রোমান মিয়া, সাইফুল ইসলাম, জুয়েল, সাব্বির প্রমুখ।
সংগঠনের সহ-সভাপতি রেজাউল ইসলাম বলেন, ‘ইদ হোক সবার। এই প্রতিপাদ্যকে ধারণ করে ফাউন্ডেশনের সকলের আশা আমরা একটি আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে ভুমিকা রাখতে চাই। আমরা সকলকে নিয়েই ঈদ করতে চাই। সবার ঘরে ঘরে থাকুক ইদের আনন্দ। সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব। সেই সাথে সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসতে আহ্বান জানাই। ঈদের পূর্বে এমন ঈদ উপহার পেয়ে প্রন্তিক জনগোষ্ঠির পরিবারগুলো খুশি হয়েছে। সুবিধাভোগীরা ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
(টিবি/এসপি/মার্চ ৩০, ২০২৫)