ফরিদপুরে ৬টি ইউনিয়নের মানুষের মাঝে ইঞ্জি. আব্দুস সোবহানের যাকাত বিতরণ

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে অকো-টেক্স গ্রুপের সাজিদ সোবহান ফাউন্ডেশন আয়োজনে স্থানীয় ৬টি ইউনিয়নের গবীর ও অসহায় মানুষের মাঝে যাকাত বিতরণ করেছেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সিআইপি।
আজ শনিবার সকালে ফরিদপুরের কানাইপুরে পুরদিয়া এলাকার আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ওই যাকাত বিতরণ আনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অকো-টেক্স গ্রুপ, আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা ও সাজিদ সোবহান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান (সিআইপি) এর সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জানান।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত. ম. মাসুদ পারভেজ, কানাইপুর ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মো. মোতালেব শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
'ধনীর সম্পদে আল্লাহ তায়ালার গরীবের অংশ (যাকাত) নির্ধারণ করে দিয়েছেন' জানিয়ে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, আমি স্বপ্ন দেখি আমাদের এই দেশে যাকাত নেওয়ার মতো কোন লোক থাকবেনা। সেই ভাবে দেশের মানুষকে জনসম্পদে হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি জানান, আমাদের দেশে মানুষের মধ্যে অভাব রয়েছে কিন্তু রিসোর্সের কোন অভাব নেই। আমাদের সবচেয়ে বড় সম্পদ এদেশের জনশক্তি। এই বিশাল জনশক্তিকে কাজে লাগিয়ে শুধুমাত্র সুশাসন প্রতিষ্ঠা, কঠোর পরিশ্রম ও রিসোর্স ডেভেলপমেন্ট নিশ্চিত করতে পারলে আমাদের এই দেশটিও জাপান বা সিঙ্গাপুরের মত উন্নত করা সম্ভব। এমন কি তাদের দেখে আরও উন্নত দেশ গড়ার সক্ষমতা আমাদের রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানটিতে ফরিদপুরের কানাইপুর, কৃষ্ণনগর, কৈজুরি, চাঁদপুর, গট্টি ও আটঘর এই ৬টি ইউনিয়নের অসহায় ব্যক্তিদের মাঝে শাড়ি, লুঙ্গি, থ্রী-পিস, চিনি সেমাই প্রভৃতি খাদ্য সামগ্রী বিতরণ করে অকো-টেক্স গ্রুপের সাজিদ সোবহান ফাউন্ডেশন।
(আরআর/এসপি/মার্চ ২৯, ২০২৫)