বোয়ালমারীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ড. শাহাবুদ্দিনের ইফতার ও দোয়া মাহফিল

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার ইফতার আগ মুহূর্তে উপজেলার হাসামদিয়া এলাকায় অস্ট্রেলিয়া বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন আহমেদ এই ইফতার মাহফিলের আয়োজন করেন।
এসময় ইফতার আগ মুহূর্তে আলোচনা সভায় ভার্চুয়ালি উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।
এ সময় প্রধান বক্তা ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেস আলী ইছা ভার্চুয়ালি বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অস্ট্রেলিয়া বিএনপির প্রেসিডেন্ট এ এফ এম তাওহিদুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ন আহবায়ক শাহাবুদ্দিন আহমেদ নিউটন, উপজেলা বিএনপি নেতা ফরিদুল ইসলাম, কাজী ফারুকুজ্জামান সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
(টিইউ/এসপি/মার্চ ২৯, ২০২৫)