যশোর প্রতিনিধি : যশোরের মনিরামপুর উপজেলার কাশিমপুর ইউনিয়নের খোজালীপুর ও আশপাশের এলাকার নিম্নআয়ের মানুষের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে খোজালীপুর দক্ষিণপাড়া যুব উন্নয়ন সংঘের উদ্যোগে দুই শতাধিক মানুষের মাঝে এই উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মদিনাবাগ কারিমিয়া মাদ্রাসা, মামুদকাঠি, মণিরামপুর, যশোরের মুহতামিম মুফতি গোলাম রাব্বানী যশোরী।

এছাড়া উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা মুফতি জহিরুল ইসলাম, অ্যাডভোকেট তাজউদ্দীন আহমদ, মোহাম্মদ রুহুল কুদ্দুস, মহির উদ্দিন। অনলাইনে যুক্ত ছিলেন সংগঠনের সভাপতি মাহাবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ প্রবাসী নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম।

এবারের ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল লুজ সেমাই, লাচ্চা সেমাই, কিসমিস, বাদাম, চিনি, নুডলস, গুড়া দুধ, হুইল পাউডার ও সাবান।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এই আয়োজন। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

(এসএ/এসপি/মার্চ ২৮, ২০২৫)