রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : দূর পাল্লার পরিবহনের সাথে মহেন্দ্র এর মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও একজন জখম হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের বিনেরপোতা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত মহেন্দ্র যাত্রীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের নাম জ্যোতিন্দ্রনাথ মুখার্জী (৪০)। তিনি কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের সাঁইহাটি গ্রামের ডাঃ শৈলেন্দ্রনাথ মুখার্জীর ছেলে। একই মহেন্দ্র এর যাত্রী সুশান্ত কুমার বিশ্বাসের বাড়ি তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে।

সাঁইহাটি গ্রামের মহেন্দ্রনাথ মুখার্জী জানান, শনিবার সকাল ১০টার দিকে তিনি ও তার ভাই জ্যেতিন্দ্রনাথ মুখার্জী পাটকেলঘাটাগামি একটি যাত্রীবাহি মহেন্দ্রতে ওঠেন। প্রায় সাড়ে ১০টার দিকে মহেন্দ্রটি বিনেরপোতা নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দূরপাল্লার পরিবহন মহেন্দ্রটির সামনে ধাক্কা লাগে। এতে মহেন্দ্রর ডান পাশে বসা তার ভাই জ্যোতিন্দ্রনাথ মুখার্জী ও সুশান্ত কুমার বিশ্বাস গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তর‌্যরত চিকিৎসক জ্যোতিন্দ্রনাথ মুখার্জীকে মৃত বলে ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সুশান্তকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(আরকে/এসপি/মার্চ ২৮, ২০২৫)