স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার জগদল প্যাট্রোল পাম্প সংলগ্ন হাইযুল ইসলাম এর খড়ের স্তুপ আগুনে পুড়ে ছাঁই হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ বেলা আনুমানিক ১১টার দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে আগুন লাগার সাথে সাথে পঞ্চগড় ফায়ার স্টেশনের ফায়ার ফা়ইটার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যে স্থানে অগ্নিকাণ্ড ঘটেছে তার সন্নিকটেই রয়েছে বেশী কয়েকজনের আবাসিক ঘর-বাড়ি। আগুন যথা সময়ে নেভাতে না পারলে গোটা এলাকায় ছড়িয়ে পড়তো এর তাণ্ডব।

এ বিষয়ে পঞ্চগড় ফায়ার স্টেশনের ফায়ার ফাইন্ডার তরিকুল ইসলাম জানান, 'কোন ধুমপায়ীর ফেলা যাওয়া বিড়ি-সিগারেটের পরিত্যক্ত অগ্নিকুন্ডলী থেকে এই অগ্নিকান্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

(আরএআর/এসপি/মার্চ ২৮, ২০২৫)