ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ট্রেনের সান্টিং ইঞ্জিনের সাথে ধাক্কা খেয়ে নানা-নাতনি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে ঈশ্বরদী-খুলনা রেলরুটের বাঘইল দোতালা সাঁকোর ওপরে এঘটনা ঘটেছে। ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি এ ঘটনা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল উত্তরপাড়া গ্রামের বাবুল সরদার (৫৫) নাতনিকে ট্রেন দেখানোর জন্য ব্ঘাইল দোতালা সাঁকোর ওপরে উঠে। এসময় সান্টিং করার জন্য একটি ইঞ্জিনের সাথে তারা ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নানা বাবুল সরদারের মৃত্যু হয়। আশেপাশের লোকজন এগিয়ে এসে নাতনি মুনতাহার (৫) কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

ঈদ উপলক্ষে নাতনি মুনতাহার নানা বাড়ি বেড়াতে এসেছিল বলে জানা গেছে। মুনতাহার সলিমপুর ইউনিয়নের মিরকামারি গ্রামের ইসমাইল হোসেনের কন্যা।

ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, নাতনিকে ট্রেন দেখাতে এসে সান্টিং ট্রেনের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেলওয়ে থানার কার্যক্রম চলছে বলে জানান তিনি।

(এসকেকে/এসপি/মার্চ ২৭, ২০২৫)