আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : নগরীর কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম ও খতিব ডাক্তার হাফেজ আব্দুল আল মামুনকে সভাপতি ও জেনারেল হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির মহানগর শাখার কমিটি গঠণ করা হয়েছে।

নগরীর কালেক্টরেট জামে মসজিদে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির মহানগর শাখা ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন এ কমিটি গঠণ করা হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিএম কলেজের সাবেক প্রভাষক আলহাজ মাওলানা আব্দুর রব ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম আলহাজ মাওলানা আব্দুল হান্নান খান।

আজ বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউন্সিলের সভাপতি কালেক্টরেট জামে মসজিদের সাবেক পেশ ইমাম ও খতিব আলহাজ মাওলানা এবিএম মোশাররফ হোসাইন জানিয়েছেন, নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে আলহাজ মাওলানা মো. মোখলেসুর রহমান, আলহাজ মাওলানা কামাল উদ্দিন মঈনী, আলহাজ মাওলানা আব্দুল গাফফার, আলহাজ মাওলানা মনিরুজ্জামান নূরানী ও মাওলানা মকবুল আহমেদ। সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ ও মাওলানা সৈয়দ মোহাম্মদ শফিকুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আল আমিন। অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মো. মনির উদ্দিন আনোয়ারি, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা আল ইমাম, শিক্ষা সাহিত্য ও গবেষণা সম্পাদক মাওলানা আবু জাফর মোহাম্মদ শাহিন, মক্তব বিষয়ক সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেন, মসজিদ পাঠাগার বিষয়ক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মাওলানা শহিদুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে।

(টিবি/এসপি/মার্চ ২৭, ২০২৫)