আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : পবিত্র ঈদুলফিতরে উপলক্ষে বরিশালের গৌরনদীতে দুই হাজার দুস্থ ও অসহায় নারীকে শাড়ি বিতরণ করছেন সৈয়দ ওলেফেয়ার ফাউন্ডেশন। 

ফাউন্ডেশনের পরিচালক ও নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলমের অর্থায়নে এবং উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে পৌর সদরে শাড়ি বিতরনের কার্যক্রম উদ্ধোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

(টিবি/এসপি/মার্চ ২৭, ২০২৫)