আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : ঈদকে সামনে রেখে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী এলাকায় ৩২ কিলোমিটার যানজট নিরসনে সড়কের পাশে থাকা অবৈধ ভাবে যানবাহন পাকিং সহ হাট-বাজার এবং  ফুটপাথের দোকানপাট অভিযান চালিয়ে সরিয়ে দিয়েছে যৌথ বাহিনী।

গৌরনদী উপজেলার প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত জেলার প্রবেশদ্বার ভূরঘাটা থেকে শুরু করে বামরাইল পর্যন্ত এ অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাজীব হোসেন, হাইওয়ে থানার ওসি মো. আমিনুল রহমান, সেনাবাহিনীর ক্যাপ্টেন সাজিদ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা হামর্মাদ বিন হোসাইন সহ জেলা ও মডেল থানা পুলিশ কর্মকর্তাবৃন্দ।

(টিবি/এসপি/মার্চ ২৭, ২০২৫)