সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার মাই টিভি প্রতিনিধি মুজিবুর রহমান আজ বৃহস্পতিবার ভোরে তার নিজ বাড়ি উপজেলার রায়দ ইউনিয়ন আমরাইদের বলাকোনা গ্রামে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহির --- রাজিউন)

তিনি দুই ছেলে স্ত্রী বাবা মা ভাই বোন রেখে গেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি গাজীপুর টেলিভিশন প্রেসক্লার, জেলা সাংবাদিক ঐক্য পরিষদ এর সদস্য ছিলেন। সাংবাদিকতার আগে তিনি গ্রামীণ ব্যাংকে চাকুরি করতেন। তিনি এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

তার মৃত্যুতে কাপাসিয়া প্রেসক্লাব, কাপাসিয়া উপজেলা সাংবাদিক ইউনিয়ন, কাপাসিয়া উপজেলা রির্পোটার ইউনিটি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, মরিয়ম ভিলেজের চেয়ারম্যান আলম আহমদ, উপজেলা দলিল লেখক সমিতির সহ সভাপতি ও চন্ডালহাতা ইসলামি নুরানি হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মো. মোশারফ হোসেন মৃধা সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ সংগঠন তার অকাল মৃতুতে শোক প্রকাশ করছেন। মরহুমের জানাজার নামাজ আজ তিনটায় বলাকোন মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাজায় এলাকা গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

(এসকেডি/এসপি/মার্চ ২৭, ২০২৫)