চাঁদাবাজি, সন্ত্রাস ও কিশোর গ্যাং’র অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী: ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রস্তুতি

শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : চাঁদাবাজি, সন্ত্রাস ও কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাধীন মোগড়াপাড়া ইউনিয়নের বড় সাদিপুর ঈদগাহ্ পরিচালনা কমিটি।
গত বুধবার বাদ আছর বড় সাদিপুর ঈদগাহ্ পরিচালনা কমিটির উদ্যোগে ও স্থানীয় যুবসমাজের তত্বাবধানে "নিজেদের নিরাপত্তা নিজেরা গড়ি,অপরাধ রোধ করি" এই স্লোগানকে সামনে রেখে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী রোধে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নয়টি গ্রামের পঞ্চায়েত কমিটির সদস্য এবং সাধারণ মানুষ স্বতঃস্ফুর্তভাবে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং প্রতিরোধে বড় সাদিপুর, নগরসাদিপুর, ষোলপাড়া, লেবুছড়া, কামারগাঁও, দমদমা, বিশেষখানা, দলদার, ভৈরবদী ও মুকতিশপুর গ্রামের গ্রামবাসী ঐক্যবদ্ধ থাকার অঙ্গিকার করেন এবং পবিত্র রমজানের পর তারা এসব অপরাধের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিবেন বলে ঘোষণা দেন।
বড় সাদিপুর ঈদগাঁহ কমিটির সহ-সভাপতি আব্দুল কাদির শ্যামলের সভাপতিত্বে ও ঈদগাঁহ কমিটির সাধারণ সম্পাদক এমএ মহিনের সঞ্চালনায় আলোচনা সভায় দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন, আব্দুর রশিদ, আব্দুল মতিন, আলী নুর, শহিদুল ইসলাম রিপন, আব্দুস সালাম মিঠু, মোক্তার হোসেন, পান্না, সাংবাদিক মোকাররম মামুন ও জসিম উদ্দিন লিটন।
এসময় বক্তারা বলেন, দেশ একটি ক্রান্তিকাল পার করছে। এমন পরিস্থিতিতে কিছু কতিপয় নেশাখোর ও সন্ত্রাসীদের কারণে ষোল্লপাড়া, বড় সাদিপুর, দলদার, লেমুছাড়া, মুক্তিসপুর, নগর সাদিপুর, লেবু ছাড়া, ভৈরবদী সহ আশেপাশে বসবাসকারী সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। নেশাখোর ও সন্ত্রাসীরা এ সমস্ত এলাকার নিরীহ মানুষদেরকে জিম্মি করে চুরি ডাকাতি ছিনতাই ও চাঁদাবাজি করছে। যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে আমরা নিজ নিজ গ্রামের পঞ্চায়েত কমিটি ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো। যারা এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই কার্যকলাপের চেষ্টা করবে তাদেরকে আপনারা আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকাহিনী বাহিনীর হাতে সোপর্দ করবেন। আমাদের সমাজ আমাদেরই রক্ষা করতে হবে। কাউকে ভয় পেলে চলবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। সবাই যদি ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়াই তাহলে এই সমাজে যত বড় সন্ত্রাসী বা চাঁদাবাজ হোক না কোনো তারা দৌড়ে পালাবে। আমাদের ঐক্যবদ্ধতাই পারে সমাজকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও কিশোর গ্যাং রুখতে।
এলাকার যুবকদের সঙ্গে কথা বললে তারা বলেন, নিজ দায়িত্ববোধ থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। যতদিন পর্যন্ত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংদের শঙ্কা থাকবে ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে দায়িত্ব পালন করবো। অত্র এলাকায় সন্দেহভাজন বা কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে এলাকাবাসী সহজেই যেনো তা নিজেদের মধ্যে জানাতে পারে সেজন্য কয়েকটি কন্ট্রোল নাম্বার চালু থাকবে। ফোন পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে চলে যাবো। এই এলাকা আমাদের, তাই দায়িত্ব আমাদেরই নিতে হবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুস সালাম, হাজী ইকবাল হোসেন, তারা মিয়া, মজিবুর রহমান, জাকির হোসেন, মিলন, আমির হোসেন, মোঃ শিপন সরকার মেম্বার, সাংবাদিক মোঃ রিপন সরকার, মোফাজ্জল হোসেন, আব্দুল করিম, মোশারফ হোসেন, আহম্মদ আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে সমাজের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং আলোচনা সভায় উপস্থিত সকলে একত্রে ইফতার করেন।
(এসবি/এসপি/মার্চ ২৭, ২০২৫)