‘আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর দেশ গড়তে হবে’

একে আজাদ, রাজবাড়ী : আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর দেশ গড়তে হবে বলে মন্তব্য করেছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
গতকাল বুধবার রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে মাছপাড়া কলেজ মাঠে বিশাল ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত সময়ের মধ্যে আমাদের মাঝে ফিরে আসবেন। আগামী সংসদ নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যায় ব্যক্ত করছি।
আগামী সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবুকে প্রার্থী বানানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, নাসিরুল হক সাবু একজন ভাল মানুষ, সাবু এই মাটি ও মানুষের সাথে মিশে আছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে নাসিরুল হক সাবু’ই প্রার্থী হবেন। এই জন সমূদ্র প্রমান করে সাবুর কতটুকু জনপ্রিয়তা।
কলেজ মাঠে আয়োজিত বিশাল ইফতার ও দোয়া মাহফিলে মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর আলী প্রামানিকের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মাছপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম মিয়া টিপুর পরিচালনায় বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ্যাডঃ এএসএম মোক্তার কবির খান নান্নু, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নঈমুদ্দিন আনছরী, সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, এ্যাড.এস এম মোক্তার কবির খান নান্নু, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খান মোঃ আইনুল হাবিব, পাংশা উপজেলা যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব সেলিম সরদার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান প্রমুখ।
(একে/এসপি/মার্চ ২৭, ২০২৫)