স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক লেখক ও কলামিস্ট ড. মেজবাহ উদ্দিন তুহিন এর নেতৃত্বে  শ্রদ্ধানিবেদেন করছেন ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

বুধবার ২৬ মার্চ ৭ টায় ফরিদপুর শহীদ স্মৃতি ফলক চত্বরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এর আগে ভোরে আঞ্চলিক পরিচালকের নেতৃত্বে সূর্যোদয়ের সাথে সাথে বাউবির ফরিদপুর আঞ্চলিক কেন্দ্র ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয় । শহীদের স্মরণে দুপুরে আঞ্চলিক কেন্দ্র ক্যাম্পাসে দোয়ার আয়োজন করা হয়।

(টিইউ/এএস/মার্চ ২৬, ২০২৫)