একে আজাদ, রাজবাড়ী : থানা চত্তরে ৩১ বার তোপধ্বনি,সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে সারাদেশের মত রাজবাড়ীর পাংশায় মহান স্বাধীনতা ও রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে দিনের শুরুতে পাংশা মডেল থানা পুলিশের তত্ত্বাবধায়নে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শিক্ষার্থীদের সমন্বয়ে সমাবেশ, কুচকাওয়াজ, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সংবর্ধনা, শহিদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের ইফতার ও খাবার পরিবেশ, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী করা হয়।

এর আগে সকাল ৮ টায় পাংশা কলেজ মোড়ে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পাংশা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ ও পাংশা পৌরসভা, অফিসার ক্লাব সহ সকল দপ্তরের অংশগ্রহণে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদার নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে পাংশা মডেল থানা পুষ্পমাল্য অর্পণ করেন। পরে পাংশা উপজেলার বিভিন্ন দপ্তর, পাংশা উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করেন।

সকাল ৯ টায় পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবু দারদা ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন আহম্মেদ। পরে আনুষ্ঠানিক ভাবে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

পাংশা মডেল থানা পুলিশ, বিএনসিসি, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী, গ্রাম পুলিশ,রোভার স্কাউট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ অংশ গ্রহণ করেন। পরে প্রীতি ফুটবল ম্যাচ শেষে বিভিন্ন ইভেটে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে বেলা ১১ টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সংবর্ধনা প্রদান করা হয়।

(একে/এসপি/মার্চ ২৬, ২০২৫)