‘আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে জনগণের পাশে থাকবে বিএনপি’

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের কানাইপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুন্ম-সাধারণ ও ঢাকা মহানগর মহিলা দল (উত্তর) এর আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, 'আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে জনগণের পাশে থাকবে বিএনপি'। বিএনপি ক্ষমতায় এলে শিল্প নগরী কানাইপুরে দেশের অন্যতম শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলবেন বলে আশ্বাস দেন।
আজ বুধবার বিকেলে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও স্থানীয় ৯ নং কানাইপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে স্থানীয় সাধারণ জনগণের মাঝে প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপি'র সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর কোতয়ালি থানা বিএনপি'র সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরী, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন, ফরিদপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফরিদপুর জেলা কমিটির যুন্ম-সাধারণ সম্পাদক মো. আজাদুর রহমান আজাদ প্রমুখ।
এছাড়া স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন- কানাইপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি ও কানাইপুরের বিশিষ্ট প্রবীণ ব্যবসায়ী মো. এহতেশাম খান, ফরিদপুর কোতয়ালি থানা বিএনপি'র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর মুন্সি, কানাইপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মোতালেব শেখ, কানাইপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মোল্লা, কানাইপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আবু সাঈদ মিয়া হান্নান, কানাইপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ও কানাইপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. হাসিব মাতুব্বর, কোতয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. সোহেল মুন্সি, কানাইপুর বেগম রোকেয়া কিশলয় উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সাবেক ছাত্রদলনেতা মো. মোস্তাক হোসেন মোল্লা প্রমুখ।
অনুষ্ঠান শেষে কানাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. এহতেশাম খান ও কানাইপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক মো. হাসিব মাতুব্বর এর সৌজন্যে, কানাইপুর এম. এইচ.কমপ্লেক্সের দ্বিতীয় তলায় একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানে চৌধুরী নায়াব ইউসুফ, চৌধুরী ফারিয়ান ইউসুফসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
(আরআর/এসপি/মার্চ ২৬, ২০২৫)