শাহ্ আলম শাহী, দিনাজপুর : ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে দিনাজপুরে গরীব-দু:খি ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে.স্বেচ্চাসেবী সংগঠন‘ ট্রাই ফাউন্ডেশন।চাল-ডাল-সেমাই-চিনি-গুড়া দুধ-লবন-আলুসহ এই নিত্যপণ্য খাদ্য সামগ্রী পেয়ে খুশি এসব মানুষ। মহতি ঈদে খাদ্য সামগ্রী বিতরণের এ মহতি উদ্যোগৌর প্রসংশা করেছেন উপস্থিত বিশিষ্টজনেরা।

ঈদ মানে আনন্দ আর ঈদ মানেই খুশি। তাই সুবিধাবঞ্চিত মানুষগুলোর সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ট্রাই ফাউন্ডেশন বিভিন্ন জেলার পাশাপাশি প্রতিবারের মতো এবারো দিনাজপুরে আয়োজন কেের খাদ্য সামগ্রী বিতরেণের।চাল-ডাল-সেমাই-চিনি-গুড়া দুধ-লবন-আলুসহ নিত্যপণ্য খাদ্য সামগ্রীর প্যাকেজ তুলে দেওয়া হয় গরীব-দু:খি ও অসহায় মানুষের হাতে। এসব পেয়ে খুশি সুবিধাবঞ্চিত মানুষ।

বুধবার (২৬ মার্চ)সকালে দিনাজপুর শহরের চাউলিয়াপট্রিস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্টাফ কোয়ার্টার মাঠে দুই শতাধিক মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় বিতরণ করা হয় এ খাদ্য সামগ্রী।

চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহীর প্রাণবন্ত উপস্থাপনায় ও দিনাজপুর চেম্বার অফ কমার্স এর পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর চেম্বারের সহ-সভাপতি মো. শামিম কবির, বিএডিসি-দিনাজপুর আলু বীজের উপপরিচালক
আবু জাফর মো. নেয়ামত উল্লাহসহ অন্যরা।

সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ট্রাই ফাউন্ডেশনের এই মহতি উদ্যোগকে সাদুবাদ জানিয়েছে প্রসংশা করেছেন উপস্থিত বিশিষ্টজনেরা।

ভবিষ্যতেও নানাভাবে সহায়তা কার্যক্রম নিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে ট্রাই ফাউন্ডেশন।

(এসএস/এসপি/মার্চ ২৬, ২০২৫)