পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।দিনের শুভ সূচনা ঘটে ভোর বিহানে পঞ্চগড় কালেক্টরেট চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। পরে জেলা প্রশাসক মোঃ সাবেত আলী (যুগ্মসচিব)র নেতৃত্ব মুক্তিযোদ্ধা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মূল অনুষ্ঠান শুরু হয়, সকাল ন'টায় পঞ্চগড় স্টেডিয়াম গ্রাউন্ডে। পবিত্র কোরআন ও গীতা পাঠের পরপরই ৭১'র বীরসেনানী মুক্তিযোদ্ধাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
রক্তখঁচিত জাতীয় পতাকা উত্তোলনের পালায় অস্থায়ী পতাকা স্তম্ভে পদার্পন করেন জেলা প্রশাসক মোঃসাবেত আলী (যুগ্মসচিব) ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। সমবেতকণ্ঠ ভেসে আসে জাতীয় সঙ্গীত, পিনপতন নীরবতায় মাঠের চারপাশের দর্শক দাঁড়িয়ে গানের সাথে ঠোঁট মিলান, উড়তে থাকে পতপত করে পতাকা। পতাকা উত্তোলন শেষে জেলা প্রশাসক জেলাবাসীর উদ্দেশ্যে লেখিত বক্তব্য পাঠ করেন। তিনি মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাত এবং মুক্তিকামী সকল মানুষের মঙ্গল, সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করেন। শুরু হয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ছাত্র ছাত্রীদের দৃষ্টি নন্দন মার্চপাস্টের মাধ্যমে সালাম প্রদান এবং গ্রহণপর্ব। অস্থায়ী পতাকা মঞ্চে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, দীপ্ত পায়ে বাদ্যের তালে এক এক করে সুসজ্জিত দলগুলো তাদের আনুষ্ঠানিক সালাম প্রদান করতে থাকে, যা মঞ্চ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করেন অতিথিদ্বয়। বেলা ১২টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, জেলা প্রশাসক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার। পঞ্চগড় কালেক্টরেট এর নির্বাহী কমিনাশনার শায়লা সাঈদ ত্বন্বীর ভরাট কন্ঠে সঞ্চালিত আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন, জেলা বিএনপি'র সভাপতি মোঃ জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়েত ইসলাম এর আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইকবাল হোসাইন, পঞ্চগড় জেলা ও দায়রাজজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, পঞ্চগড় -১ আসনের সাবেক এমপি জাসদনেতা, বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, বীরমুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম প্রমূখ।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যের এক পর্যায়ে বলেন, 'মুক্তিযোদ্বারা আমাদের অংহকার, তাঁদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা আছে এবং থাকবে।'
পঞ্চগড়ের সার্বিক উন্নয়ন গতি ত্বরান্বিত করার বিষয় তিনি বলেন, 'দল, মত, আদর্শ ভিন্ন হতে পারে, তবে উন্নয়নের ক্ষেত্রে আমাদের একসাথে মিলেমিশে কাজ করতে হবে। জেলার উন্নয়ন মানে, সবার উন্নয়ন। আপনারা আমাদের সহযোগিতা করুন,আমরা আপনাদের নিরন্তর সেবা দেবো।'
আলোচনা শেষে পঞ্চগড় পৌরসভার পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।মহান স্বাধীনতা দিবস ঘিরে সকল প্রকার অনুষ্ঠানাদির পুরোগ্রন্থণা, পরিচালনা এবং আয়োজনে ছিলো জেলা প্রশাসন পঞ্চগড়।
(আরএআর/এসপি/মার্চ ২৬, ২০২৫)