টাঙ্গাইলে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মোহাম্মদ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
আজ বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুরু হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসক শরিফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, মুক্তিযুদ্ধা, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পন করেন। এরপর টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এক মনোজ্ঞ কুচকাওয়াচ ও শরীর চর্চা প্রর্দশন করা হয়। কুচকাওয়াচে জেলা পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এ দিকে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে শহরের শহিদ স্মৃতি পৌরউদ্যানে শহিদ বেদীতে পুষ্টস্তবক অর্পন করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহিদদের ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
(এসএম/এসপি/মার্চ ২৬, ২০২৫)