বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে আজ বুধবার দিবসের শুরুতেই শহীদ মিনারে উপজেলা প্রশাসন, থানা প্রসাশন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠন ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এরপর ষ্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক, পাশে ছিলেন থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী। পরে প্যারেড কমান্ডার আক্কাস আলীর নেতৃত্বে ছালাম শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, সহ-সভাপতি একেএম আহসান হাবীব রাজা, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা কমিটির নায়েবে আমির ও বীর মুক্তিযুদ্ধা এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ সহ বিএনপির ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী। এদিকে সোনাতলা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ওই বিদ্যালয়ের চলতি দ্বায়িত্ব প্রাপ্ত সিনিয়র শিক্ষক আব্দুল হাই, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন রনজু, শিক্ষক মোশাররফ হোসেন, শাহজালাল উদ্দিন, মোহসীন আলী, ঝুমা খাতুন সহ ওই বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা।

অপরদিকে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী সহ প্রতিষ্ঠানের অধীনে চাকুরীরত শিক্ষক উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/মার্চ ২৬, ২০২৫)