ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (খ সার্কেল) এর অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আজ মঙ্গলবার বিকালে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী রেডিং টিম এই অভিযান পরিচালনা করে।

পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানাধীন মহাদেবপুর গ্রামে আলাল সরদার (৩০) এর বাড়িতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আলাল জনৈক মজিবুল ইসলামের পুত্র। এ ঘটনায় মামলা দায়ের করে আসামিকে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে।

(এসকেকে/এসপি/মার্চ ২৫, ২০২৫)