কেন্দুয়া প্রতিনিধি : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কেন্দুয়া পৌরসভার অসহায় দরিদ্র মানুষের মাঝে যাকাতের ৪০০ শাড়ি লুঙ্গি বিতরণ করেন অবসর প্রাপ্ত উপ-সহকারী মেডিক্যাল অফিসার ডা. মুখলেছুর রহমান। 

আজ মঙ্গলবার সকালে তার বাসভবন প্রাঙ্গনে অসহায় দরিদ্র নারীদের হাতে ৩০০ শাড়ি ও দরিদ্র অসহায় পুরুসের হাতে ১০০ লুঙ্গি বিতরণ করেন।

এসময় তিনি বলেন, অসহায় এই মানুষদের পাশে দাঁড়াতে পেরে খুব আনন্দ পাচ্ছি। তিনি বলেন, মহান আল্লাহ যদি আমাকে কোনদিন জনপ্রতিনিধি হওয়ার সুযোগ দান করেন তখন মানবতাকেই আমি প্রাধান্য দিয়ে কাজ করব।

উল্লেখ্য, ডা. মুখলেছুর রহমান কেন্দুয়া পৌরসভার আগামী নির্বাচনে একজন সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করছেন। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করে দান অনুদান দিচ্ছেন। যাতাকের শাড়ি লুঙ্গি বিতরণ কালে উপস্থিত ছিলেন সাউদপাড়ার গণ্যমান্য ব্যক্তি নাজমুল হক, মুখলেছুর জামান, আরামবাগ মহল্লার সাবেক এনজিও কর্মকর্তা সঞ্জুর রহমান ভূইয়া ও কান্দিউড়া সাহাপাড়ার অরুণ চন্দ্র সাহা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। শাড়ি লুঙ্গি হাতে পেয়ে অসহায় নারী পুরুষেরা খুবই আনন্দিত। শান্তিবাগ মহল্লার হেনা আক্তার বলেন, এই শাড়িটি আমার মনের সব কষ্ট দূরে নিয়ে গেছে। আমরা দোয়া করি তিনি যাতে আরও বেশি বেশি মানুষের মাঝে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে পারেন।

(এসবি/এসপি/মার্চ ২৫, ২০২৫)