রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে যুবদলের নবগঠিত কমিটির নেতাদের ওপর হামলা করেছে পদবঞ্চিতরা। এ সময় বিক্ষুব্ধরা দোকান ভাঙচুর করেছেন। হামলা ও ভাঙচুরের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারে ওই ঘটনাটি ঘটে।

গুরুতর আহতরা হলেন,পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি বাবুল মিয়া, ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ আলী, সহসম্পাদক আবু তাহের, খাদ্য বিষয়ক সম্পাদক আ. রাজ্জাক। তাদের দেওয়ানগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে কর্তব্যরত চিকিৎসক জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ছাড়া আহত সাংগঠনিক সম্পাদক পল্টন, যুবদল সদস্য লাভলু, সহসাংগঠনিক হুমায়ুন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ইউনিয়ন যুবদলের সভাপতি লুলু মিয়া বলেন, আমাদের নবগঠিত কমিটি কয়েকদিন আগে অনুমোদন হয়। গতকাল তারাটিয়া বাজারে ইফতারের আগমুহূর্তে আমাদের ওপর হামলা করে দলের পদবঞ্চিতরা। তারাটিয়া বাজারে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের দোকান ভাঙচুর করা হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, 'যুবদলের দুই পক্ষের মধ্যে মারধরের খবর পেয়েছি। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

(আরআর/এসপি/মার্চ ২৫, ২০২৫)