আগৈলঝায় র্যাব ও পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের আগৈলঝায় র্যাব ও পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার। র্যাব ও পুলিশের পৃথক মামলা দায়ের।
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর রহমান জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের রতœপুর গ্রামের মজিদ হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী ফরিদ হাওলাদারকে এক কেজি গাঁজা ও ১শ পিচ ইয়াবাসহ সোমবার রাতে গৈলা বাজার থেকে র্যাব-৮ সদস্যরা গ্রেফতার করেছে।
এ ঘটনায় বরিশাল র্যাব ডিএডি বাবুল খান বাদী হয়ে ওই রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কলেছে।
এদিকে জয়রামপট্টি গ্রামের লুৎফর রহমান ফরিয়ার ছেলে মাদক ব্যবসায়ী শামীম হোসেন ফরিয়াকে ১শত গ্রাম গাঁজাসহ একই রাতে এসআই মিল্টন মন্ডল গ্রেফতার কলেছে।
তার বিরগাজাসহ গ্রেফতারের ঘটনায় এসআই বাদি হয়ে মা,মলা দায়ের করলে মঙ্গলবার তাদের বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
(টিবি/এসপি/মার্চ ২৫, ২০২৫)