আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের সভাপতিত্বে গণহত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা, ওসি (তদন্ত) সুশংকর মল্লিক প্রমুখ।

পরে ২৫ মার্চ কাল রাতে সকল শহদিদের স্মরণে বিভিন্ন মসজিদে বাদ জোহর দোয়া মিলাদ সহ বিভিন্ন মন্দির ও গির্জায় প্রার্থণা সভা অনুষ্ঠিত হয়।

(টিবি/এসপি/মার্চ ২৫, ২০২৫)