তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শহরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন আউটার প্রকটিস গ্রাউন্ডে গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়োজন করেছে। 

আজ মঙ্গলবার বিকেলে এ মেলার উদ্বোধন করেন গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ্যাড. কাজী জিন্নাত আলী।

আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ সময় জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের পরিচালক বৃন্দ, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন বলেন, গোপালগঞ্জে চিত্ত বিনোদনের ব্যবস্থা নেই। তাই প্রতিবছর আমরা এ মেলার আয়োজন করে থাকি। বিগত ২ বছর নানা প্রতিকূলতার কারণে আমরা মেলা করতে পারিনি। সুস্থ ধারার বিনোদন দিতে ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে এ বছর আমরা শিল্প-বাণিজ্য মেলার আয়োজন করেছি। এখানে দেশী-বিদেশী কুটির, হস্ত ও বৃহৎ শিল্পে উৎপাদিত শিল্প, খাদ্য সহ বিভিন্ন পণ্যের স্টল বসেছে। এখান থেকে সুলভে ক্রেতারা এসব পণ্য ক্রয় করতে পারবেন। পাশাপাশি থাকছে নাগরদোলা, সার্কাস সহ গ্রাম বাংলার ঐতিহ্যের বিভিন্ন বিনোদন মাধ্যম।

(টিবি/এসপি/মার্চ ২৫, ২০২৫)