আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরনে আধাপাকা বসতঘর পুড়ে গেছে। এ সময় রানু বেগম (৫৫) নামে গৃহকর্ত্রী আহত আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ওই গ্রামের মো. হানিফ বেপারীর বসত ঘরে এ দুর্ঘটনা ঘটে।

গাছ ব্যাবসায়ী মো. হানিফ বেপারির ছেলে রিমন হাসান সরফরাজ জানান, সোমবার ইফতারের সময়ে পাশবর্তী বাড়িতে ইফতারের দাওয়াতে তার মা ব্যতিত পরিবারের সবাই অংশগ্রহন করেন। তার মা রানু বেগম (৫৫) একাকি ঘরে ছিলেন। বসত ঘরের পিছনের বারান্দায় হঠাৎ বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে উঠে। বিস্ফোরণে তাদের বসত ঘর ভেঙ্গেচুরে তছনছ হয়ে যায়, এবং আগুন লেগে যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছার আগেই বসত ঘরটি সম্পূর্ন পুড়ে যায়। প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছেন।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আবু আবদুল্লাহ খান বলেন, বিষয়টি আমি জেনেছি। ভুক্তভোগী পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

(টিবি/এসপি/মার্চ ২৫, ২০২৫)