রাজৈরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি

বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈর এ রাজৈর উপজেলা প্রসাশনের আয়োজনে এ বছর রাজৈর উপজেলা পরিষদ চত্ত্বরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ মাহফুজল হক সাংবাদিকদের জানান, প্রতি বছরের ন্যায় এবারও মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন এর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আগামীকাল প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। এবং সকাল ৮:০০ টায় শহীদ মুক্তি যোদ্ধাদের স্মরণে, বীর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা এবং মুক্তিযুদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উন্নতমানের খাবার বিতরণ করা হবে।
(বিএস/এসপি/মার্চ ২৫, ২০২৫)