দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কেমিক্যাল প্রাকটিস ‌ও কোর্স সমাপ্তির পর ৬ মাস ইন্টারশীপের সুযোগের ‌দাবিতে ফরিদপুর বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানগুলোর মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।

মঙ্গলবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন পরবর্তীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় বক্তব্য রাখেন জেড এম নার্সিং কলেজ এর প্রভাষক তোহারাব্বি, লিনা খন্দকার, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রুবাইয়া আক্তার , আছিয়া আক্তার। ‌উপস্থিত ছিলেন এমাজন নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রসেন রয়, ফরিদপুর ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এর জোবায়ের হোসেন, জেড এম নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাবেয়া আক্তার, প্রথম বর্ষের শিক্ষার্থী ফারজানা হক,পূজা রায়, আইডিয়াল নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোনিয়া আক্তার, তন্নী রায়, অর্পিতা হালদার, ঝুম্পা ভৌমিক, নিপা সহ এ সময় ফরিদপুর ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ, জেড এম নার্সিং কলেজ, ফরিদপুর আইডিয়াল নার্সিং কলেজ, এস. এ.সালাম নার্সিং ইনস্টিটিউট, অ্যামাজন নার্সিং কলেজের অন্যান্য ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন " ২৪ ডিসেম্বর ২০২৪ এ অর্থোপেডিক ডাক্তার সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি এবং দোষীর সর্বোচ্চ শাস্তি কামনা করছি। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মহোদয় ফরিদপুরে সকল বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের সকল ধরনের ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ইন্টার্নশিপ প্রশিক্ষণ বন্ধ করার আদেশ প্রদান করেন। এমতাবস্থায় একজন স্টুডেন্ট এর ব্যক্তিগত আচরণের জন্য আমরা প্রায় সহস্রাধিক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই আমরা বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীরা ফরিদপুর মেডিকেলে পুনরায় ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ইন্টার্নশিপ প্রশিক্ষণ করতে চাচ্ছি।ফরিদপুরের বেসরকারি নার্সিং নার্সিং প্রতিষ্ঠানের চলমান শিক্ষার্থীদের হাতে কলমে ক্লিনিক্যাল প্র্যাকটিস ও কোর্স সমাপ্তের পরে ছয় মাসের ইন্টার্নশিপ প্রশিক্ষণ ফরিদপুর মেডিকেল কলেজে নিয়মিতভাবে পুনরায় করার অনুমোদন প্রদানে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

(ডিসি/এএস/মার্চ ২৫, ২০২৫)