শ্রীমঙ্গল ডাকঘরের আয়োজনে ইফতার মাহফিল

মো: আল-আমিন, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রদান ডাকঘরের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে শ্রীমঙ্গল শহরের প্রধান ডাকঘরে এ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
এসময় শ্রীমঙ্গল নৈশ ডাকঘর সাব-পোষ্টমাস্টার আব্দুল মতিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, শ্রীমঙ্গল উপজেলা পোস্ট অফিসের পোস্ট মাস্টার আজহার উদ্দীন।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পোষ্ট অফিসের পরিদর্শক (প্রশাসন) মো: আলরাজি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল ডাকঘরের পরিদর্শক (উপ-বিভাগ) সুর্যনাল দাশ। রাজনগর উপজেলা পোষ্ট মাস্টার রফিক মিয়া, শ্রীমঙ্গল পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মীর এম.এ. সালাম।
মৌলভীবাজার নৈশ ডাকঘরের সাব পোস্ট-মাস্টার সুরমান উদ্দিন। হবিগঞ্জ প্রধান ডাকঘরের পোস্ট অপারেটর আব্দুল হাই। সাতগাঁও পোস্ট মাস্টার মো: মুসলিম মিয়া। খেজুরী ছড়া পোস্ট অফিসের সাব- পোস্ট মাস্টার পরিতোষ পাল। কালিঘাট সাব-পোস্ট মাস্টার আব্দুল মতিন ভূইয়া। শায়েস্তাগঞ্জ চুনারুঘাট লাইনের রানার তাজুল ইসলাম। হবিগঞ্জ প্রধান ডাকঘরের শামসুল হক।
মৌলভীবাজার প্রধান ডাকঘরের এসজি অপারেটর বিধান চন্দ্র পাল। হবিগঞ্জ ডাকঘরের আইপিএস ডট পোস্ট শাহ আলম।
আরও উপস্থিত ছিলেন, নয়া দিগন্ত শ্রীমঙ্গল প্রতিনিধি এম.এ. রকিব, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গলের সভাপতি আমজাদ হোসেন রনি। দৈনিক মানবকন্ঠ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি আল-আমিন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি নেতা শামসুল হক রেনু, ঢাকা তেজগাঁও কলেজের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক প্রান্ত পাল ও ছাত্রনেতা আকাশ প্রমুখ।
এছাড়াও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে শ্রীমঙ্গল ডাকঘরের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
(এএ/এসপি/মার্চ ২৪, ২০২৫)